কেন এই প্রকাশহীন ক্রন্দন, আজ বিদায় বেলায় ?
তোমার নয়ন কুঞ্জবনে, কি মর্মপীড়ার পীড়নে ?  
প্রণয়ধ্বনির হৃদয়মণি, হাহাকার করা অরণ্যানী
টলায়মান প্রেমপ্রীতি, ম্রিয়মাণ তরুবীথির স্মরণে ।
পুরস্কার কেন এতো তিরস্কার, নিরালায় শিলাপাতে ?
অনতিদূর হতে পাঠালে সুদূর, নিদারুণ কাছে ডেকে !


নীহার জড়ানো আহ্বানে ছিল ক্ষীণচন্দ্রের কলতান  
দীপিত হবে তৃষিত হৃদয়, উঠবে ব্যঞ্জনার কল্লোল    
নিরভিমান হাওয়ায় খুঁজে পাওয়া শেষে পথপঞ্জি
করেনি বন্দী নিদ্রিত দ্বারসন্ধি, উঠেছিল হর্ষ-হিল্লোল ।  
কে জানতো সে উজান, চোখ অগোচরে হবে উষ্ণোদ্যান ?      
হয়ে যাবে অতীত স্মৃতি, সে উপচীয়মান প্রেমানুভূতি !  

তীব্র বিরাগে পরাগধানী, অবিচলিতচিত্তে অভিমানী
জানি রাখবে না স্মরণ এ জনরবে, সে মর্মবিদারণ !      
সঘন বরষায় আশার গিরিখাতে জমবে তুষার
অন্তরঙ্গ করবে বেদাতুর অঙ্গ, শ্যামলিমার আয়োজন !    
হৃদয়কাননের বৈঁচি–লতা, করো না তারে অপরাধিতা
অর্জন হোক নতুন সজন, পুরনোর বিসর্জন !