আকাশ অম্বর ধরিতির ওপর,
মথায় দিয়া নীল টপর।
জ্বলছে কতো তারা,
উজ্জ্বল লাগছে সেরা।


চাঁদ জ্বলছে ভালো,
আছে তার কতো আলো।
ঘোচায় সব পৃথিবীর কালো,
জীবন লাগছে ভালো ।


আকাশ অম্বর পৃথিবীর চাঁদর ,
সবাই করে তার কতো আদর।
চাঁদ, তারা ,সূর্য সবই জলে,
আকাশ অম্বর আচ্ছা বলে।


                      - চন্দ্রদ্বীপ রায়( Chandra deep Roy)