জীবনে চলার পথে জেনো
সর্বদা কয়েকটি মন্ত্র
থাকবে না তোমার জীবনে কোন দ্বন্দ্ব
জীবনে সুখে দুখে
থেকো যেনো সর্বদা খুশি মুখে
হযোনা কোন দিন মলিন
রেখো সর্বদা মোন রঙ্গিন
দুঃখ থাকবেনা কোন দিন
মনে বল নিয়ে এগিয়ে চলো
পিছে দেখবোনা কখনো
নিজেই নিজেকে বলো
মিছে ভয় করলে
জীবনকে করতে পারবে না জয়
জীবকে দিও না কভু দুঃখ
মেজাজ রেখোনা রুখো
সাত সমুদ্র তেরো নদী পারি
আছে সোনার পুরি
সাবধানে চলো রাস্তা ঘাটে
মনে রেখ আগে জীবন জরুরি
জীবন না থাকলে
কি লাভ কুবেরের মতন সম্পত্তি
ভুঁড়ি ভুঁড়ি
নিজ জ্ঞানে কোন পাপ
কার্য না করিয
সব সময় পূর্ণের কথা ভাবিও
নিজেকে বড়ো যে মনে করে
সেই সর্বদা বড়ো নয়
সব সময় জানিয়
তার থেকেও আছে বড়ো কোন মহাশয়
কোন পেশাকে নিন্দা করিলে
পাবে না ঠাকুরের ভালোবাসা
সব সময় রেখো মনেমানুষের ভালো করার আশা


                                   - চন্দ্রদ্বীপ রায়