ধারাজল না হলাহল
ভালবাসা আর বিচ্ছেদের
যুগ্ম বেদনার ফ্যাকাশে
আকাশ থেকে শূণ্য বেয়ে ঝড়া
প্রেমরসধারা, না কি শুদ্ধ গরল


অনন্ত সে প্রশ্নের সমাধান খুঁজে
সহস্র জোনাকির আলোয় উজ্জ্বল
হাসনুহানা, বনতুলসীর ঝোপে
মিলনপিয়াসী ঝিঁঝিঁ দম্পতির
যুগলমূর্তির বিলম্বিত-আলাপ-জোড়-ঝালায়
খুঁজে ফেরা সেই জিজ্ঞাসা


আজও ঠিক কেউ না কেউ
নীল আকাশের কাছে,
সাগরের জলের কাছে,
নদীর ঘোলাটে স্রোতে,
সবুজ বনের আধো অন্ধকারে
নির্লিপ্ত অলস দিনের ঘুঘুর ডাকে


সেই জিজ্ঞাসাই ছুঁড়ে দিচ্ছে জিজীবিষায়…  
কোন বেদনার ধারায় স্নাত হলে
হৃদয়ে আলোর ফুল ফোটে
চোখে অশ্রুজল।


কোন্নগর
২৬ জুন, ২০১৪