খোদার খোদকারি
উপরে তার বাড়ি
নিচে সে পুজো পায় বাতাসা খায়


মাঠের পারে বাসা
সেখানে থাকে চাষা
ফসল ফলিয়ে ভূখা রাত কাটায়


আছেন আরেক জন
নামে সে ভগবান
তারও ভোগ লাগে নিত্যদিন


মজুর চাঁদা দেয়
পাড়ায় পুজো হয়
লক-আউট কারখানা বিষাদবীণ


খোদা ও ভগবান
মর্ত্যে ঘুরে যান
রোগ-ব্যাধি-জ্বালা বেড়েই যায়


বেকার চোখগুলি
স্বপ্নে কালি ঢালি
আত্মহণনে চলে হতাশায়


দিশা তো পায় না কেউ
শ্বাপদ-সাপিনী-ফেউ
ঘুরছে চারপাশে বামে-ডানে


এমনই ধরাধামে
আছে সরকার নামে
কেন যে থাকে সেটা কে জানে?


(তবু)খোদা মেহেরবান
দয়ালু ভগবান
মহান সরকার   বেঁচে থাকা


বাঁচাই বলে তাঁকে
দুহাতে মুখ ঢেকে
অসীম লজ্জায় মরে থাকা
----------------------------
কোন্নগর
২৭ নভেম্বর,২০১৪