জমাট ঠাণ্ডা - অথবা - ভীষণ জ্বালা
বরফে মেলেছে আগুনের ডালপালা


আগুনে পুড়ছে দুপুর-সন্ধ্যে-রাত
আগুনে জমাট মেঘেজড়ানো প্রভাত


আগুন ওড়ায় বাতাসে তারার ফুলকি
পুড়ছে ক্ষিধে, অন্য নিষাদে। ভুল কি?


ছাই হয়ে যায় অমৃত অথবা বিষ
প্রেমের দিব্যি জ্বালায় অহর্নিশ


প্রেমের শপথ পোড়ায় অহর্নিশ
বরফের ডালে আগুন দিচ্ছে শিস।  


---
কোন্নগর
৫ মে, মধ্যরাত