একটু দূরে এক পা বাড়ালেই


বর্ষার ছিপ ফেলানো
জলের ছাপ এখনো জ্বল জ্বল করছে
নন্দন নগর জুড়ে!


কাশফুলের গন্ধ মাখা মেঘের হাওয়া
বইছে উতালপাথাল,
আকাশ তার খেড়োখাতায় নীলের জমিন পাড়ে
সাদা মেঘের উল্কি আঁকে,
শঙ্খচিলের পালক দিয়ে।
ইচ্ছে হলেই,
ফড়িং ডানায় যত সামান্য কাব্যকথা
সবুজ ঘাসের নন্দনপুরে; শৈশবের ঐ ঘুড়ি উড়ে
শালিক জটলা সবুজ ঘাসে
নৈবর্ত্যের স্বপ্ন উড়ে আকাশ মাঝে!
দল ছুট ঐ কাঠবিড়ালী
পালিয়ে যায় লজ্জাবতীর শরীর ছুঁয়ে!
এমন কান্ড কাশবনে,
যেন সাদা মেঘের আবির ঢালে; নগর ছুঁয়ে
একটু দূরে এক পা বাড়ালেই।


১৪২৪/৯, আশ্বিন/শরৎকাল।