আমারে নিত্য অচেনা পথ দেখায়


কত কথা আমার? ঐ আকাশটা জুড়ে
মৃত্তিকা রসে শুদ্ধ স্নানে
বেড়ে উঠা ছেলে বেলা
যৌবন; প্রেম সুধা সমীপে
অনবদ্য তৃঞ্চা; তার সীমা জানা নেই কারো!


রসবোধ চাইতে তবুও,,,,


কত কালের বসন্ত পেরুলো?
মৃত্তিকা দহন পুড়ে পুড়ে সারা
আকাশটা ঐ উদার লোভের আকর
সুখের বাসনা টুকু লুকিয়ে রাখে;


কদাচিত পথিকের পথের ধুলোয়
তার ছাপ রয় মিশিয়ে, লুকিয়ে,
তালাশে তালাশে পথ খুঁজে ফিরে পথিক
আমারে নিত্য অচেনা পথ দেখায়।


১৪২৪/ চৈত্র/বসন্তকাল।