_____যত্রতত্র মন


খিরকী দিয়ে জোছনা আলো ঝিকিমকি
একে কি বলা যায়?
ও তো এমনি এমনি ছুঁয়েছে পর্দা বিছানা সব
ওর কি কোন চাওয়া প্রতিয়মান হয়?
না কি প্রকৃতির ঈর্শা?
জীবের চাওয়ায় মনকে সায় দেয়।
যত্রতত্র মনই তো ছুটে বেড়ায়
আলোর মোহনা ধরে ধরে সমুখে পিছে ধায়
যেন সরিস্রিপের চোখ সব দিকেই খোলা
আঁধারেও তো তার একই ছুটে চলা
ভাবনা করিডোরে জেগে রয়।


_______বাসনা পুঞ্জ


চাওয়া পাওয়া সাধ। চাইবার ইচ্ছা। সদা স্বপ্ন গড়া। পাখির মতো উড়বার ইচ্ছা। প্রেম যুমনায় ডুবসাঁতারে পাড়ে যাবার সখ। কত কথা বলার? কত কিছু দেখবার? প্রকৃতির অপরুপ দুচোখ ভরে দেখা। নন্দন তত্বের তল খোঁজা। ক্ষুধা তৃঞ্চা মেটাবার লড়াই। অতি ক্ষুদ্র এই যাপিত কালে। তন্দ্রায় ডুবে ডুবে এ কোন যাতনা সহে?


_____সৃষ্টির সঙ্গদান


ফুল চুমে চুমে ভ্রুমর
গান গেয়ে গেয়ে রেণুর প্রদাহ বিলায়
ঘুরে ঘুরে সুরে সুরে
নতুন জন্মের দায়ভার খানিক তারই কাঁদে
সে কি এমনি এমনি এই মহা দ্রোহ বিলায়?
না কি নতুন জন্মের বড়ই উৎসাহ বটে?


নতুন জন্ম নতুন নতুন ফুলের বাহার
চুমে চুমে রেণুতে রাঙা শরীর তার
এ কি তার চাওয়ার প্রক্ষালন?
সৃষ্টির সঙ্গদানে সৃষ্টিকে গ্রহণ মনের অন্তরালে


১৪২৪/ ২২ অগ্রহায়ণ/ হেমন্তকাল।