-খোয়াব নামা


পথিক বেলা, দিন ফুরালে
রাতের সুধার টান। কেমন করে যায় যে দিনে রাতের?
অভিমানের পালা। খড়গ তলে জীবন, ক্ষণ কালে নিত্য জাগে
এমনি করে পথিক জীবন উজান ভাটির রসানলে; বেআব্রুর কলঙ্ক
ভেদে, রসের তৃঞ্চায় নিত‌্য ডুবে। পথের ধুলায় বিষন্নতা
আঁধার ধুঁয়ায় জেঁকে বসে, খোয়াব নামার স্বপ্ন উড়ে
পথিক ভাবে মিছে একা।


তাইতে পথিক
নিঃস্ব একা পথের দিশা
বে'ভুলা এ কােন রঙ্গ?


-ভাবনা বিতান


জাত ভেদে যে কত রঙ্গ?
নিত্য পোড়া যাপিত কাল। যাপিত কাল তুচ্ছু অতি
তারেই কেমনে আপন ভাবি? জীবন দশায় একি নেশা?
তার তরেই যে যত ভাবনা! অন্তের তরে নাই যে দিশা; ওরে পথিক
সে যে বড়ই কঠিন কাল, অসীম সসীমে দেখাই ভার
জনম জনম বয়ে যায় কাল হা'হুতাশে
সসীমের তরে ও'রে পথিক!


নক্ষত্র লোকে এ কোন ভাবনা বিতান?
শুন্য মহলে শুধু শুধু প্রদ্বীপ জ্বলে।


১৪২৫/ বৈশাখ/গ্রীষ্মকাল।