সে রঞ্জনে রক্ত কথিকা


যুগে যুগে ইতিহাস কথা কয়,
কালের পাতায় পাতায় ছত্রে ছত্রে, ধুলিকোণা সমুহ
আরধ্য রাগে রঞ্জিত রং চিত্র আঁকে।


সে রঞ্জনে রক্ত কথিকা,
দুঃখগীতি, আনন্দ লেহন ঐর্শয‌্য রমন সুরম্য
অত্যচারের বিভিধ কাহন! কালের পরতে পরতে
পাথর গুহায়, গাত্রে, রক্তমজ্জায়;
লালিত বিলাসীতা,
বিপনন ক্ষয়ে গেছে আত্মহননে কত পথ?
বেদনার ধুলো উড়িয়ে, উড়ে উড়ে
নিঃশেষ শূণ্য বলয়ে আবার পুনঃনির্মান সেই একই
যাতনা কোলাহলের বিদ্রুপ, বির্মষ, ক্ষমতার দ্রোহ!


আবার সেই একই নিলর্জ্জ ইতিহাসের পুনঃবৃত্ত
আঙ্গিক বদলে ফিরে ফিরে আসে
নতুন নতুন দাসত্ববোধের বিনির্মানের রুপকল্প
যা ইতিহাসের নন্দন রুপের অপর পৃষ্ঠা
কখনও বা শোকের আলখেল্লা উড়ায় পৃথিবী ময়
আবার কখনও চেতনার অবক্ষয় বিলায়।


১৪২৪/৮, আশ্বিন, শরতকাল।