======বন মোরগ


খুঁজতে গিয়ে বন মোরগ
পাহাড় বন ঘুরে
দেখতে পেলুম সোনালু ফুলে
বন বাঁদার গেছে ছেয়ে।


নতুন পাতায় বন সেজেছে
কোকিল গান গায়
মোরা পাতা জীর্ণতা ভুলে
রৌদ্র তাপে বোশেখ হাসে।


সজনে ডালে তিলা ঘুঘু
বিরহে পুরে রং বদলায়
ডোবা শুকিয়ে চৌচির কাদা
আগাছার ডগায় ফুটে ফুল।


রৌদ্র হাওয়ায় ডানা মেলা ফড়িং
উড়ে উড়ে তির তির করে কাঁপে।


আজ ১৪ বৈশাখ ১৪৩১