কথা ছিল তার


__তোমাকে দেখতে এলো
তোমায় দেখতে এলো,
একঝাঁক হেমন্তের হাওয়া!
কথা কইতে এলো আরও অনেকে;
নরম রোদের গা এলিয়ে
খুনসুঁটি উঠান জুড়ে একঝাঁক চড়ুই।


মাচায় দুলছে,
মিহি হাওয়ায় সিমের বেগুনী ফুল
লাউফুলের সাদা দলে লালফড়িং
তোমায় দেখবে বলে!
সেই কবে ফড়িং ধরায় মেতেছিলে?
তাই তো, ওরা দেখতে এলো তোমায়
লবঙ্গ বনে ছায়া ছত্রে এমন অবেলায়।


____বুড়িয়ে যাওয়া সজনে গাছ
স্তুতির ষ্ফুরণ কেটে,
আসলে যখন সজনে গাছটার তলায়
শিকড়ে জুড়ে উঁইপোকা ঢিবি
গাছটা বুড়িয়ে গেছে।
অভাজনের নিমিত্তে
বাকল গুলো পড়ছে খসে
নতুন করে শাখা তেমন গজায় না!
চৈতন্যের অভিমানে,
তোমার মতোই চুপটি করে রইল বসে
সজনে ডালে কাক উঠল ডেকে।


____কথা ছিল তার
কথা ছিল তার আসবে ফিরে
নব ঘন এমন হেমন্তে,
বেদুইন দলে আলখেল্লার রশনাই
মেঘ মোল্লারা ঐ যে দূরে;
পাখির ঝাঁকের সিঁথান জুড়ে
এঁকে বেঁকে চলে ঐ পথের ভ্রমে
তোমার বিরহী কাব্য কথা;
চন্দনা তার বৈভবে ফিরেছে
সন্ধ্যাবতীর সাঁঝ নালিমায়।


১৪২৪/০৩,কার্তিক/হেমন্তকাল।