ভালোবাসার অনাহারী বিলাপ


ভালোবাসার অনাহারী বিলাপে
মূর্চ্ছা যায় নিত্য লাল গোলাপ; বসন্ত এসে গেল
দক্ষিণা বাতাস কড়া নাড়ে দরজায়, খিরকিতে।


আড়মোরা ভাঙ্গে সবুজ ঘাসের
মোরা পাতা কুড়ানো ধুলো আবির ঝেরে; সদ্য নতুন পাতা
জানান দেয় ফিরেছে যৌবন।
স্বরের বাহার কথার ফুলঝুড়িতে
মুখোরিত পলাশ, শিমুল, মাদার ফুলের বন; ঝোপ ঝাড়ে
নতুন গান বেজে উঠে যৌবনের কুহু কুহু ডাকে।


কুয়াশার আকাশ খোলস ছেড়ে
নীলের দর্পনে দেয় উঁকি; দ্যাখো জলছবি বানে ফিরে যৌবন
উম্মুক্ত নীলে টান টান ভালোবাসার মিথ আঁকা।
ফিরেছে যৌবন ফিরেছে স্বপ্ন অপার
মুছে যাক যত জড়া-যাতনা লোভ-লালসা, ক্রোধ; সুনীল নীলে মিলায়
যেন আর্শি জুড়ে শুধুই সুখ রস মৃত্তিকা পরে।


১৪২৪/১ ফাল্গুন/বসন্তকাল।