কথা ছিল আমার


কথা ছিল আমার, পুরানো হাওয়ার সাথে
বয়ে চলা বেদনায় আমলকি বনে ঝিরঝিরে পাতা ঝরে
কবিতার গহন লাগা অঙ্গে এ কোন মাদল বাজে?
চারিদিক কত কত সুর?
অম্লবদনে আকাশ চেয়ে থাকে
চেয়ে থাকে মেঘ; চেয়ে থাকে নীলিমার নীল
চৈত্রের তীব্র দাব দাহে পোড়াবে বলে!
হাওয়ার সনে এ কোন কথা কানে কানে?
নিত্য মোর প্রাণে বাজে।


আঁধেক রাতের আঁধারে আঁধেক ঘুম ভাঙ্গল যখন
তখনও বাতাস ছিল মোর পাশে
কবিতার বিরহী অম্লমধুর গানের সুর প্রকৃতির আদল ঠেলে
জোনাক জ্বলা সেই হাওয়ার মাঝে।


০৪ চৈত্র/বসন্তকাল/১৪২৪