অনামি দহনে জৌলুস ছড়ায়


নগরে, একতলা দু'তলা
তে'তলা চৌতলা বহুতল
গগনবিদারী দৃশ্যপটে
আচমকা নৈর্বত্যের গান ভেসে আসে।
বিশালতার মাপকাঠিতে
সব কিছু তুচ্ছ অতি, নগন্য অস্পৃস্য
বাড়ি ঘর নয়তো,
দালান কোটার এক চকচকে প্রক্ষালণ।


অথচ তারই নিমিত্তে
মৃত্তিকা ঘ্রাণ বাহারি পাথরের ফাটলে
গজে উঠা আগাছার ধ্রমজাল!
বিমর্স পাথর দেয়ালের গায়ে
লকলকে ফার্ণ; পরোকিয়ার অম্ল
সুখের নেশায় বেড়ে উঠে
অনামি দহনে জৌলুস ছড়ায়।


১৪২৪/০৭,ভাদ্র/শরতকাল।