বাঁচা, মৃত্যু


মরমে মরি গো লাজে, কেন রইনু বেঁচে?
এমন মধুর ভূবনে; ভুলে কি এসেছিনু হেতা?
শুধু অম্ল বিরহ কুড়াতে।
যবে মিলিবে সুখ, আশায় আশায় বেঁধে বুক
এমন মুধুর অবনীতে; খুঁজিতে কি কিছু?
মিছে স্বপ্নের পিছু পিছু।


ভুলের অম্বরে, আশার মেঘ ভাসে
ছেঁড়া পালে নৌকা ঐ; গহীন জলে ডুবু ডুবু
জীবনে মরন ছুটে পিছু পিছু।
এমনি ছুটিতে ছুটিতে, জীবন গেল হারিয়ে
এমন সুবোধ রঙ্গলীলা ছেড়ে; আঁধার গহীন সমুদ্রে
ডুবিতে ডুবিতে সীমান্ত অসীমেরে।


এমন কি পয়মন্ত্র? শুদ্ধ সনে রয় সাথে সাথে
করিতে জয় অসীমের; সসীমের অপারে যত দূর
মগন রুপে ধরিতে নন্দন ঐ রুপ।


===তুমি কেন এলে?


তুমি কেন এলে?
অবেলায়; ক্ষনের পরতে ক্ষণ
না গুনে, আচমকা কেন?
আমায় নিতে!
আত্মজা যারা আমার
তারা যে ছাড়িতে চায় না মোরে
এমনি এমনি সুত্রগুনে গুনে
রাখিতে চায় হৃদয়ে।


তুমি তো ছিলে
আত্মজা পরম
জীবন ভর ছিলে
সাথে সাথে;
তবে কেন আচমকা এমন করে?
এলে আমার দ্বারে নতুন করে
স্বজনরা যে আজ বড়ই আকুল
তোমার এমন লয় ধ্বনী শুনে হটাৎ
বিচলিত বিব্রত বিমূঢ।


শত চেষ্টাও পারেনি রাখিতে
তাদের করে;
তুমি যে নিলে অনন্তলোকে
অসীমের তরে।


=======ক্ষণকাল ক্ষণ জীবন
ক্ষণকাল ক্ষণ জীবন। তুচ্ছ অতি। যেন সাগর জলে বৃষ্টির একফোটা। যত ভালোবাসা আবেগ। চাওয়া পাওয়া। স্বপ্ন আশা। সবই তু্চ্ছ অতি। ক্ষণকালের জীবনে মনে হয় অতি বড় বুঝি। ঐ বৃষ্টির ফোটার মতো। বিন্দুর অপচ্ছায়া মাত্র। সসীমে অসীমের বিন্দু ঘন দৃষ্টির মাপন তুচ্ছ অতি। ক্ষণ নিয়ে বিস্তর ভাববার, শুধু মাত্র কিছুক্ষণ; ক্ষণ বরাদ্দ।


১৪২৪/২৭ ফাল্গুন/বসন্তকাল।