তারে খুঁজিতে খুঁজিতে


তারে খুঁজিতে খুঁজিতে
কালের বেলা অপরাহ্ন আজ
বলাকা উড়ে উড়ে নীলের পথে ভীষণ চঞ্চলতায়
ফেরার বাসনা ভুলেছে নতুন মোহে।
তারে পুঁজিতে পুঁজিতে
বাসনার ডেরায় উম্মাদ চাওয়া আজ
চাঁদ জোছনা ফিরে ফিরে হারায়
আঁধার রাত নিলামে বিকায় যন্ত্রণা বৈভব।


তারে খুঁজিতে পুঁজিতে
পুঁজিতে খুঁজিতে; অপেক্ষার কাল চেয়ে চেয়ে রয়
অনন্ত দহনে পোড়াবেই যদি!
তবে কেন বাসনা জাগালে মনে?
ভাবনায় আঁকা কালের প্রেম গাঁথা
সেও কি তুচ্ছ অতি? লয়, এই ধরা ধামে মূল্য কি বা তার?
তারে খুঁজিতে খুঁজিতে,,,


১৪২৪/৭ চৈত্র/বসন্তকাল।