=======অধীর অপেক্ষার চাওয়া


কি চিহ্নে জীবন বাঁচে!
ক্ষণ যপে কাল।
বারে বেলা
বারে কাল যেন সমুদ্র মহীসোপান
বালুকা বেলায় জোয়ার ভাটা
প্রাণ চঞ্চল যৌবন বিমর্ষ আবিরে ঢাকে
ক্ষত গায়ে নিয়ে কাল বারে
পালা বদলের অহমিকা।
আবার যৌবন হাসে
কদাচিৎ রহস্য গুনে গুনে
রহস্য অবলোকন নিত্য কালের খেলা
থরে থরে চিহ্নের সাজ মেঘ মল্লার কার্নিশে
রৌদ্র আলোর চাতালে।


মেঘ মল্লার ঘূর্ণি, বৃষ্টির ফোটার আলাপ
ধুয়া ময় আঁধার খেলার
বুঁনো বাতাস বিমর্ষ স্তব্ধতায়
বয়ে যায় ছুঁয়ে দিয়ে
অধীর অপেক্ষার চাওয়া।


আজ ২৮ ফাল্গুন ১৪৩০