মা গো আমার


খিরকি দিয়ে আকাশ দেখি
হারিয়ে গেলে কোন সে দূরে? ঐ তারার মাঝে তোমায় খুঁজি
মিলিয়ে যায় রাতের তারারা; দিনের আলো দিশাহারা
তোমার আঁচল বিনে মায়ার পরশ
কোথাও যে আর পাই না খুঁজে?


তোমায় হারা ছন্নছাড়া
দেয় না কেউ একটুখানি মায়ার আঁচল?
কেউ সুধায় না কেমন আছিস বাবা? কি খেয়েছিস?
শরীর তোর কেমন আছে?
জ্বর জারি বাঁধাসনি তো, নিজের দিকে একটু নজর দে!


তোমার আঁচলপাতা ছায়া
আমার মাথার উপর নেই যে আর;
আর পারি না বলতে তোমায়, মাগো-
মা তুমি ভেবো না আর; ছেলে তোমার সংরারি যে
ওতো শতো ভেবো নাতো! এখন শুধু দো'য়া করো,,,,,,,,,,,,


====শুণ্য রেখায়


এই ধরা ধামে নিত্য সাঁঝে
খুঁজি তোমায় ক্ষণে ক্ষণে; তুমি তো মা শুণ্য রেখায় দাঁড়িয়ে
দেখছ শুধু চেয়ে চেয়ে।


স্বপ্ন দেখায় মাগো, তােমার দুধের ঘ্রাণ
মান অভিমান বোকাঝকা; সেই তো স্মৃতির পটে ধরা
দেখছ না কি বেশ একচিলতে হাসি দিয়ে?


মা গো তোমার আদর খরায়
বেয়ারা আজ তোমার ছেলে; যা ইচ্ছ তাই করতে গেলে
মাগো তোমায় বড্ড বেশী, মনে পরে।


১৪২৪/বসন্তকাল।