____আমাতে আমার আমিত্ব


আমাতে আমার আমিত্ব
সুধাসনে মোহ ঘন আবেগ বাসনা
মৃত্তিকা সুঁপে পাওয়া।


আগুনে পোড়া ছাই
আমিত্বে তারই চিহ্ন সদা পাই
মৃত্তিকা ধুলায় মিশে উড়ে।
জল পরে পাতা নড়ে
আমিত্বে বাসনার উল্কি আঁকে
সদা জলে মৃত্তিকা দহন আকাশ নীলে।


বায়ু জল উড়ে উড়ে
সন্ধির বেবস অবগাহন বিন্দু বিন্দু জমে
মেঘ দর্পণ আমিত্বের লীলা ছলে।


_________বায়ুতে মগন
আমার আমিত্ব খুঁজতে, যাই মৃত্তিকা পরে। সেথায় শুধু ধুলায় গড়াগড়ি। শৈশব কৈশর পথিক জনম। ওম বিনে জীবন নাকাল, টানে অগ্নিসুধা। আগুন পদ্য জীবনে সদ্য। আমার আমিত্বে জল যায় গড়াগড়ি। বাসনা খুঁজে তৃঞ্চা সরবর। দেহ বসন জলের কারসাজ। আমিত্বে আছে বায়ু চরাচর। নিঃশ্বাস বিনে রহিবে কার শ্বাস। বায়ুতে মগন প্রকৃত সরাচর।


২৭/অগ্রহায়ণ/হেমন্তকাল/১৪২৪