শুন্য ভূমে বায়ু চরাচর


মানুষ, সৃষ্টির সেরা জীব
চেতনা বোধে দর্পের জীবন; সে তো তুচ্ছ অতি নগন্য
তবুও সুঁপেছে তারে; সদা চলা চলে
কালের ইতি কথায় তারই শুণ্যতা ঝুলে রয়।
সেই শুন্যতা। খোলা হাওয়া বয়। তার তো চলচলে নেই বাঁধা। আপন মনে নিত্য দিনরাত করে খেলা। সেই খেলা চলে প্রাণে প্রাণে। সহচর বুনে যায়। কোথা হতে আসে সে কোথায় চলে যায়? প্রাণীর খবর রাখিতে সে নিত্য তৎপর। প্রাণী যে তার সহচর। প্রাণের প্রাণেশ্বর।


পাথর সেও সৃষ্টির অংশ
জড় পদার্থ বোধহীন; সে তবে কার তরে রয়?
যাতনা নেই সুখ নেই; ক্ষয়ে ক্ষয়ে ফুরাবার ভয় শুধু
তাতেও তার কিছুই যায় আসে না, চেতনাহীন বলে।
জড়ের সাথে থাকে প্রাণী। জীবন সদা তৎপর তার লাগি। জীবন যাপন। ক্ষণকাল জীবের।তবও তারে বিনে না চলে ধরা ধাম। করিতে বাস। ক্ষুধা, দ্রোহ বিদ্রোহ। সুখ উল্লাস তারে লয়ে। জীবের ছায়ায় কি তার চেতনা ফিরে? বোধের সংর্স্পে তারই নিত্য সহবাস।


১৪২৪/২৯ ফাল্গুন/বসন্তকাল।