==রং তুলি


মায়ের ভাষার একুশ এলো
ফাগুন এলো হেসে
ভুতু সোনার রং তুলিতে
শহীদ মিনার আঁকে।


সেই মিনারে আলোর দ্যোতি
রক্তরাঙা লালসূর্য জ্বলে
রক্ত লাল পিচঢালা পথ
ভাষার তরে বুলেট বুকে।


শহীদ বেদিতে ফুলের তরা
শোকের মিছিল আঁকে
মায়ের তরে শোকের গান
গ্রাম গঞ্জের বাঁকে।


===শোকের মিছিল


শোকের মিছিলে ভুতু সোনা
নগ্ন পায়ে হাঁটে
চেতনার এমন সুধা গানে
শ্রদ্ধায় মন বাঁধে।


সেই মিছিলে সারি বাঁধা
ধীর লয়ে জনেজনে
শহীদ বেদীতে ফুলে তরা
শ্রদ্ধা রাখে মনেমনে।


শহীদের আত্মার মাগ-ফিরাত
মায়ের ভাষার বোলে
কইতে কথা মায়ের সনে
ভুতুসোনা নৃত্যে মোজে।


====বই মেলা


বই মেলায় ভুতু সোনা
দোকান গুলো ঘুরে
না না রং এর প্রচ্ছদ ভারি
দ্যাখে মনের সুখে।


বই মেলায় কত শত বই?
রুপকথা ছড়া কার্টুন
রং এ রাঙা ফেষ্টুন বেলুন
কবিতা গানে গমগম প্রঙ্গণ।


বই দেখে বই কুড়াতে
বইয়ে গন্ধ ভাসে
যেন ঝড়ের দিনে আম কুড়ানো
ভুতুর পদ্য হাসে।


===ভুতুর আঁকা


রক্তে রাঙা লাল সূর্য, জমিনে গাঢ় সবুজ ঘাস
ঝরা পলাশের পাঁপড়ি ঘাসে, লাল সবুজ উঠল হেসে।


পলাশ ডালে পাখির ঝাঁক, মেঘ দাঁড়িয়ে আকাশে
পাশের মাঠে সবুজ ঘাস, রাখাল চরায় গরুর দল।


পথের বাঁকে নদী যায় বয়ে, খেয়া মাঝি নদীর ঘাটে
পানসি যায় পালের হাওয়ায়, বৌ ঝিরা নাইওর যায়।


রং তুলিতে ভুতুর আঁকা, ছড়া কবিতা স্বপ্ন ছোঁয়া
পুঁই মাচায় টোনা টুনি, উঠোন মেলায় চুড়ইভাতি।


১৯ ফাল্গুন/বসন্তকাল/১৪২৪