পুঁই মাচায় এখন পোনা মাছের ঝাঁক


সন্ধ্যাবতী গাঁও
জলডুবা ঘ্রাণে সিক্ত আজ!
ভেসে গেল উঠান, খরের পালা, ঘরের আসবাব!
চড়ুইগুলো এখন ঘরের টুইয়ে;
ঢলে পরেছে জলে উনুনের চাল।
পুঁই মাচায় এখন পোনা মাছের ঝাঁক
শেওলার আস্তরনে ঘুরে বেড়ায়।


আচমকা বানে ডুবেছে পাড়
খালের দু'পাড় উম্মাতাল ভেসে গেল
ডবা, পুকুর, মাছে ছিল ভরা!
ভেসে গেল প্রবল উম্মক্ত সাঁতারে
সরব সীমানা পেরিয়ে;
মাইলের পর মাইল থৈ থৈ জল
যেন সমুদ্র ফিলেছে তার ঢেউ প্রতাপ


মেঘ গুলো আরাআরি জমাট বেঁধে!
ধূঁসর দিগন্তে যেন জলছুঁয়েছে
মৃদু বাতাসে প্রবল প্রতাপ ঢেউয়ের আলখেল্লা
পালতুলা নৌকা জেলেদের
উতাল পাতাল ঢেউয়ের মৌনতা গুলে চলে।


১৪২৪/০৯, ভাদ্র/শরৎকাল।