আমার নিজের একটু বা কিছু কষ্টের কথা কমু অনেক কবিদের মাঝে;


হিংসা দ্বেষ কবিদের মধ্যে কি থাকা উচিৎ? তবে হ্যা, কবিরাও তো মানুষ। অবচেতন মনে এর জন্ম হতেই পারে।
আমি সাধারণত, ব্লগার হিসেবে পরিচয় দিতে বেশী স্বাচ্ছন্দ বোধ করি। কারন এখানেই আমার কবি হয়ে উঠার গল্প জড়িত।


আমি জানি আমি কতটুকু লিখতে পারি এবং এর কতটুকু আমার গ্রহন যোগ্যতা তা নিয়ে আমার মোটেই ভাবনা নেই। তাই এই ক্ষুদ্র মানুষটাকে নিয়ে অনেকই হিংসা দ্বেষ করে বলে আমার প্রতীয়মান।


অনেকে দেখেছি কথা দিয়ে কথা রাখে না। আবার মাঝে মাঝে এরিয়ে চলে। আবার এও দেখা যায়, কোন কোন ব্লগে লেখা পাওয়ার জন্য পাগল, অনুষ্ঠানে যাওয়ার জন্য অনুরোধ! যাওয়ার পর সেই মর্যদা রাখে না। এই সব বিভেদ, বিদ্বেষকে আমি কি বলব? হিংসা দ্বেষ না অন্য কিছু!!!


কবিদের আড্ডায় কবিতার জয় হউক!!!