বল গড়াবে ব্রাজুকা

গোল আর গোলের উৎসব
বিশ্বকাপ জুড়ে থাকবে,
হই হুল্লোড় আনন্দ মিছিল
দেশের পতাকায় গাইবে।

কালো সাদাতে নাই ভেদাভেদ
উত্তর দক্ষিন পূর্ব পশ্চিম,
শিল্পের বড়াই শিল্পীর পায়ে যাদু
বল গড়াবে ব্রাজুকা।

গোল আর গোলের লড়াইয়ে
জিতবে জানি কে?
জিতবে সবাই এই আশাতেই
হারাবে না কেউ খেই।

১৪২১@ ২৮ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।