ছাতা, রেইন কোর্ট বিনে ভিজে ভিজে পথ হাঁটা

বুকুল তোলা জারুল বন,
সব ভিজে একাকার! গাছের বাকল ভিজে
পিঁপড়ের দল গাদাগাদি চুলু বুলু ছুটাছুটি একই জায়গায়।

এই তো পড়ছে বৃষ্টি ঝর ঝর,
বৃষ্টি জলে মাখামাখি সোঁদা মাটির গন্ধ
জমেছে জল আগাছার শিকড় জুড়ে কেঁচোদের যাবর কাটা।

লজ্জাবতী চুপসে গেছে,
বৃষ্টির ছোঁয়া পেয়ে ফুটপাতের ঘনসবুজ ঘাসে
আগল খোলা বাতাস বয় আনমনা পিচ ঢালা পথে জলের ঢেউ।

ঝরুক না আরো,
ঝর ঝর বারি ধারায় আঁধার নেমে আসুক
ছাতা, রেইন কোর্ট বিনে ভিজে ভিজে পথ হাঁটা।

১৪২১@১৫ আষাঢ়, বর্ষাকাল।