হাওয়ার মিশেল কত যে কথা?

কত কথা যে হয় না বলা,
থেমে যায় অবলীলায়; কিংবা সময় গায়ে ছুঁয়ে যায়
শ্রাবণের ভরা নদীর মতো; ভুলেই যায় ঋতু বদলের কথা
কি যে দুঃসহ বিরহ জল শুকনো?

বর্ষা পালিয়ে গেলে,
যতই বিরহ ডাকুক অনিমেষ; সাদা মেঘের ফুলঝুড়ির কথা কইবে
আকাশে নীলাম্বর সাজ; দিগন্তের শূণ্য গায় সোনালু রং রাঙাবে
সেও তো কথা বর্ষায় অভিমান।

কত কথা বন্য ঘুমে?
বেশ স্বাধীন বটে ঘুম ঘোর; আবাহনে দেখবার কেউ নেই
মৃত মনে না পাওয়ার গোঙ্গানি; জোছনা প্রলেপ জোনাকির অভিসার বনতল
হাওয়ার মিশেল কত যে কথা?

২০১৪@ ২৯ শ্রাবণ, বর্ষাকাল।