মুক্তির ঐশ্বর্য মিলে মৃত্যুর নামের সর্বনাশে


এমন ধারা সময় কুঞ্জে
গুটিসুটি হয়ে কম্বলের নিচে; ক্রান্তিকালে
তীব্র জার ধেয়ে আসে উত্তরের হিমে।
মুখে ঠোঁট সরে না
থর থর করে কাঁপে শরীর; ভয়ে প্রদাহ
বেঁচে থাকার যন্ত্রণায় আত্মহননে মুক্তির আশ্রয়।


কালের দ্বিপ্রহরে বিরান পথ
শংকা মরু ঝড়ের তাই সবাই লুকিয়ে; প্রমাদ গুলে
যদি ফিরে আসে আধখানা আহ্লাদ প্রত্যয়।


এভাবে আর কত দিন?
মুক্তির মিছিলে মুক্তি সূদুর পরাহত; সনাতনি ফসিল
সেই ছাপ আঁকা কালে কালের জীবাশ্ম।
ঘুমের ভিতর তন্দ্রা ডুবা স্বপ্ন
আচমকা শুভ্র কফিন মিছিল; বাড়ির সদর ফটকে
মুক্তির ঐশ্বর্য মিলে মৃত্যুর নামের সর্বনাশে।


১৪২১/১৫/কার্তিক/হেমন্তকাল।