কবিতা-ত্রয়ী


=====০১
অগছালো দিন,
ঠিকই চলে যায়
নিত্য নতুন মেঘেদের আর্বিভাব।


আজ চন্দন বনে,
বৃষ্টির ঝাঁপি খুলেছে
নন্দন ভৈরবী আসছে ভেসে।


অনাহারী দিনের,
তৃঞ্চা মিটায় বিরহী চাঁদ
জোনাকির দ্রোহে জোছনা লুকিয়ে রয়।


=====০২
খানিক আগে,
যে পথে ধুলার আবিরে ঢাকা
সেই পথ এখন মৃত্তিকায় ডুবে; মেঘের জল
বারী বরিষণ সদা ঝরবে বলে
নিয়েছে শপথ।


আকাশের গায়ে আঁকে তারই অঙ্গিকার
ছোপ ছোপ ধূসর বায়ুবীয়
বাতাসের তার নিত্য খেলা;
যে দিকে যায় প্রাণ
চাওয়ার অন্তরালে স্বপ্ন বাসা বাঁধে।


=======০৩
সেই তো ছিলে বিষ্ময়ে
সর্বনাশের অভিমানে; এমনি করে মুক্তি নিলে
অভিমান বুকের পাঁজরে সইয়ে।
আধখানা চাওয়ার
বিষন্নতা গায়ে মেখে; আঁড়াল করে র্নিলোভ খোলসে
র্নিজীব শরীর ক্ষয়ে বাঁচতে চাওয়া।


এই তো বৈভব
সনাতন আস্তরনে মোড়া; এ থেকে মুক্তি চাই চাই
সময় ঘোনাল সাঁঝ বেলায়।


১৪২৩/১১, আষাঢ়/ বর্ষাকাল।