এক জনমের খেরোখাতা

এক জনমের খেড়খাতায়
         এ কোন আক্ষেপ লেখা রয়?
চিতার কয়লা সম শুধু পোড়ায়; আত্মদহন

এক জনমে ভালোবাসা
           বিন্দুসম জল, ধুলিসম ক্ষদ্রকণা
মাছরাঙা ধিয়ানে শুধু ক্ষুধার জন্য; প্রহর গুনা

এই বিন্দুসম এক জনমের জীবন
          শুধু খড়কুটা বিছানো; বিদ্রুপ পথে
কেনই বা শুধু শুধু পথ চাওয়া?

১৪২৩/২৩, ভাদ্র/শরৎকাল।