চিত্তে রঙ মাখা


নতুন করে ভাবনা কিসে?
পুরতনে করি নারাচারা,
হারিয়ে গেছে শোলক বলা কাজলাদিদি?


বাঁশঝাঁড় তো নাই আর
বুঁনো বেগুনের নেই ঝাঁড়!
ধবল গাইয়ের চারুন ভূমি কই?
রাখাল আর বাজায় না বাঁশি।
উড়াল ধুলার মেঠো পথ কই?
গোধুলীর রাঙা সাঁঝে
ধুঁপের ধুঁয়া কই আর উড়ে?


নতুনের আবহনে যাচ্ছে সব
স্বপ্ন জোয়ারে ভেসে; জীবন সে তো
তারই কালে আঁকা চিত্তে রঙ মাখা।


১৪২৩/১৬, আশ্বিন/ শরৎকাল।