কাশবনে ঐ উড়ছে তুলা

কাশবনে ঐ উড়ছে তুলা
মেঘের ভেলা ভাসি,
কাশবনে ঐ হাওয়ার দোল
কাশফুলে স্বপ্ন আঁকি।

নদীর ধারে কাশফুল দুলে
পাখির ঝাঁক উড়ে,
নদীর ধারে পলির কাদায়
সাদা বক হাঁটে।

পলির কাদায় সাদা পালক
শুভ্রতার এক হাসি,
ভাটার টানে চর জেগেছে
কাশফুলের রেণু মাখি।

১৪২৩/২৪, আশ্বিন/ শরৎকাল।