সময়ের দাবি


সময়ের দাবি, কি করে মিঠবে?
এ যে হাতছাড়া, দিগন্ত খোলা, তেপান্তরের মাঠ
উম্মক্ত রাত্রি দিন; যার যা যেমন,
তারই কাছে সর্ম্পিত।


তবু তার দাবি, কি ন্যায় সঙ্গত?
না চাইতে যা পাওয়া যায়, তার মূল্য কে বা যাচে?
কি মানদন্ডে? সে চাইছে তার পাওনা
তার যে আঁজলা ভরা জল ফুরায় না।
মেঘ বৃষ্টি ঝরে নিঃস্ব হয়,
হাওয়া তার পথে, উজান ভাটিতে থেমে যায়
ফের চলে নতুন দিশায়; কখনও উত্তাল
কখনও মিহি দানা ময়, প্রশান্তির প্রণয় বয়।


কিন্ত ও যে, উচ্ছন্নে উচ্ছ্বল বর্ণা?
প্রাণীকূলে নিঃস্বার প্রণদায়ী, বিলিয়ে
মিলিয়ে দেয় কালে কালে; ও তো থেমে যায় না কখনও
ও তার মতো নিরবে কালক্রমে সদাতৎপর।


১৪২৩/১১, কার্তিক/ হেমন্তকাল।