ভবিতব্য

ভবিতব‌্য, কে জানে?
এ কি কোন মহাশূণ্যের মায়া?
ঘটনা অঘটনের
যেন সাগর ঢেউয়ের দোলায় দুলে।

দোদুল্লুমান! হাওয়ার মতো
এলো মেলো ফড়িং ডানায়
ভেসে যায়রে।

আচানক এক ঘূর্ণিবায়ু,
পথের ধুলোয় বালুয়ারি; নিমেষেই
সব গেল বির্বণ মত্ততায়।

সাজানো সব তরতাজা
সবুজ বেলোয়ারি; ছিন্ন পত্রে ধুলোয় মাখা
ভগ্ন হৃদয় হা'হুতাস।

এখন সবুজ ঘাসে,
অনাবিল শিশির নৈবদ্যের; আঁকে কালের
থমকে যাওয়া পদচিহ্ন।

১৪২৩/৫, পৌষ/শীতকাল।