মাতৃস্নেহের আঁচল পাতে


কত কি যে ভুলে থাকা?
এখন বড় হয়েছি বলে; একদা অসহায় নাদান
হাত পা নাড়িয়ে শুধু বিছানায় শুয়ে শুয়ে।

এখন ভাবা হম্বি তম্বি,
দর্প, উচ্চ গলার স্বর; কোথায় ছিল সেদিন?
একাত ওকাত উপর নিচু করাই সার।

শুধু কান্না ছিল মুখে,
পাথর গলে যেত সব; বলত যেই ওর মা কই?
না না আর কাঁদে না! এই তো সোনা জাদু আমার।

এমনি ভূলোক দূলোক,
ছাপিয়ে মহা উম্মাদনার স্বপ্ন বয়ে; কোলে তার এ কোন?
মাতৃস্নেহের আঁচল পাতে।

১৪২৩/২৬, পৌষ/শীতকাল।