হেমন্তে বৃষ্টি


____হেমন্তে বৃষ্টি
হেমন্তের বৃষ্টিতে চকচকে নগর, যেন থমকে আছে
বৃষ্টি ধোয়া স্নানে ফুটপাত ঝকঝকে, আগাছা গুলো বেশ চকচকে
জলডুবা পিচঢালা পথ, জলে থৈ থৈ করে যেন আষাঢ় মাস
নর্দমার জলে করে ঠাসাঠাসি, নোনাধরা ইটসুরকি খসে পরে
নগরের মাথার উপর এখন, মেঘেদের ছাতা দল বেঁধে উড়ে
পার্কের ল্যাম্পপোস্টের ছাতার নিচে, অসুকার পলিথিনের ঘর
হেমন্তের রাতভর বৃষ্টিতে ভেসে গেল, মেঘের কান্নায় চুপসে রয়।


____সাহেব সুবোধ বাবুরা
সাহেব সুবোধ বাবুরা বেশ বিপাকে, গাড়ী ভেসে যায় জলে
খুঁজে পায় না পিচঢালা পথ, জলে ডুবে ফেসে গেল এমনি এমনি
আস্তিন গুটিয়ে পায়ের চকচকে জুতা হাতে, জলডুবা পথে হেলে দুলে
হাটু পানির বিড়ম্বনায়, বক বক করতে করতে বাসায় ফেরা
গ্যাসে ডুকেছে জল, চালকের মাথায় পরে রাজ্যের যত বকা ঝকা।


১৪২৪/০৭, কার্তিক/ হেমন্তকাল।