শঙ্খচিলের পালক


ঐ সেই পালক
খুঁজতে খুঁজতে পথিক বেবস
পথের ধুলো উড়ে উড়ে
যায় বেলা;
কবিতার অলঙ্কারে
ঝুলে রয় মেঘমালা রাশি রাশি
কদাচিত খসে পড়ে
নীলকাশ;


আঁধার গগনে খসে পড়া পালক
উড়ে উড়ে সারা বায়ুমন্ডল জুড়ে
কোথায় সে ?
কোন খানে যে পড়ে রয়?
অলক্ষে অবচেতন দ্রোহে
মুক্ত বিহঙ্গে
ঝুলে রয় ঐ পৃথিবীর এক খন্ডাংশ
চতুর দিকে একি মহাশুন্যতা?
দেখিবারে নাই সারা
শুধু নাই নাই দিশে হারা
ঐ পালক এখন
কঙ্কাল মিথ বুনে যায়;


১৪২৪/চৈত্র/বসন্তকাল।