_______মনের আঁকিয়ে বলে কথা


সেই একবারই আঁকিয়ে ছিল মন!
ধ্রুব তারায় রং এর মেলার মতো
এখনো বর্ষায় বৃষ্টির আচ্ছাদনে বিজলী চমকায়
বেলা অবেলায়;
ছত্র পত্রে দাড়ি কোমায় কত কি?
মনের আঁকিয়ে বলে কথা।


ছত্র যত্র বি'বহিঃ মান,আঁকতে আঁকতে বৃত্ত গুলে
বৃত্তগুহে লুপ্ত বুনে গেল! বৃত্তের আবদ্ধ দ্বার আর খুলে না
অথচ বৃত্ত আঁকিয়ে সিদ্ধ হস্ত;
অরণ্যে শিরদাঁড়া গজিয়ে উঠা মেহগনি গাছের
তির্যক কান্ডের মতো।


নিজের বৃত্তের নিজেই আপোষহিন, সমর্পণ
সময় ক্ষণ কালে বৃত্ত গড়িয়ে চলে অমোঘ মোহে
চেতনা চিত্ত সবই সজাগ; খোলা আকাশ তবুও
বৃত্তের পোড়া কাল আহত থিতিয়ে নিত্য নেতিয়ে
উঁকি দিয়ে দেখবার অবসর কই?


আজ ২১ ফাল্গুন ১৪২৯