====গোলক ধাঁধাঁ


একটু আগুনেই পুড়ে গেল সব
আকাশের নীল পুড়ে সারা
বাতাস পুড়ে যায়;
অন্তরীক্ষে শুন্যতা পুড়ে।


তবুও মহাশুন্য ফুরায় না
গোলক ধাঁধাঁ যেন;
তল, তার তালা, সবই তো অজানা
বাতাস কথা কয়?
আবার সেই গোলাক ধাঁধাঁ
বাতাস হারায় শুণ্য বলয়
যথা তথা বায়ু নিকাশ যায়
অনন্ত সীমারেখা কি চিহ্ন ধায়?
কাকে পুঁজিতে?
অপেক্ষায় কে বা রয়?
কার খিরকী ভেদে?
জ্বলে নিভু নিভু আলো
তারে খুঁজিতে কোন সে বাতাস সুধালো?
মর্মে মরে যাই সময় যে পাললো
এত স্বল্প ক্ষণে! কেমনে তার পথে যাই?
জানো কি বাতাস?
কোন সে ছলে?
কার বা ছলে আমার দেহে কর বাস?
তারেই খুঁজিতে সর্বহারা এই পারাবার।


=====আগুনে পুড়ে সবই


আগুনে পুড়ে সবই। মন পুড়ে কি সে? সেই পোড়ার কেউ কি খবর রাখ? জনম গেল পুড়ে পুড়ে আদি অন্ত মর্মমুলে। কে বা পোড়ায়? মৃত্যুবধী তারই বা কিসে দায়? তা হলে কেন এই পোড়া? কেনই বা পুড়ি মোরা। পথে হতে পথে সুধাই ধুলিরে, এ কোন আন্ধার গহন? বালুয়ারীতে পথের নিশানা যায় ঢেকে। অনামিশার আঁধার ঘণ কালে।


====পথে চলে পথ হারিয়ে


পথে চলে পথ হারিয়ে
পথিক হাঁটে কালে কালে
চলা চলে হলো সার
পথিক বুনে অবণী কার?


এটুকুতে অস্বস্তি দেহ মন
কি বা খুঁজিতে কি বা পায়?
এটুকুতেই ধুলি মাখায় গা
যদি ফিরে আস্ফলন চাওয়া।


ধুলোর ঝঞ্ছায় পথিক ফকির
বসন হারিয়েছে অঙ্গ তার
সব খানেই হাওয়া চলাচল
কে তারে ধরিবে মহাচঞ্চল।


১৪২৪/বসন্তকাল/১৭ ফাল্গুন।