______রৌদ্রে ডুবা দুপুর


বোধীর বোধ খোলা দুপুর
ঈশান কোনে মেঘ জমে
মেঘের শিরায় শিরায়
রৌদ্র নাচন; গগন খোলা গর্জন
চন্দ্রবিন্দু ছাপিয়ে উঠে।


ঝলমোলানো
কালো কালো মেঘের ঝাঁক
উদাস বাতাস তখনও গুমোট স্তব্ধতায়
থমকে থাকে ঈষান কোনে;
তুষার পাতের আলখাল্লা
মেঘ গুলোর সব পাহাড় সম সাজ।


দিগন্ত পাড়
নদীর স্তনে জলখেলা মেঘের সুর নামে
স্রোতনী জল টেনে টেনে
মেঘের পোড়া তৃঞ্চা মিটায়;
বাতাসের ঘুর্ণী মাতাল মেঘ
কালো বর্ণ আস্তরণে পাহাড় ফেঁটে গর্জে উঠে
মেঘের সে কি স্ব গর্জন?
সাথে রৌদ্র মেলায় বিদ্যুৎ চমকায়
বর্জমোহন গর্জনে;
আগুন পোড়া বাজ পড়ে মাঠে ঘাটে।


রৌদ্র ডুবা দুপুর
বালুর আস্তরণে ছিটেফোঁটা বৃষ্টির আঁচ পড়ে
পথিকের নগ্ন পায়ের ছাপ আঁকে পথে।


আজ ২০ বৈশাখ ১৪৩০