ঐ তো সেদিন


ঐ তো সেদিন
দাঁড়িয়ে ছিলে পথ চেয়ে
অঙ্গন খোলা আকাশ দেখে দেখে
ভাবছিলে কি কিছু?
আদি অন্ত না ভেবে, আনমনা বিষম ঠেলে
বললে হেসে কই কিছু না তো?
এমনি এমনি ফড়িং ডানার
কিচ্ছা কথা কে বা শুনবে বাতাসে আঁড়ি পেতে?


তাই তো চুপি চুপি ঘাসফুলের ডগায়
প্রজাপতির রং লাগা পাখনা দোলায়
শুধু শুধু স্মৃতির কার্নিশে বিভ্রম মেলায়
জোনাক জোনাকির বাতি উঠে জ্বেলে।


ঐ তো সেদিন
দাঁড়িয়ে ছিলে উঠানে সন্ধ্যা ঘনালে
নাঙা সজনে ডালে সবুজ পাতার সাজ
অচেনা পাখিটা ডেকে উঠে অন্যরকম সুরে
পথের ধুলো মাখা পায়ে পথিকের চলার গুঞ্জণ
আসবে না তো কেউ?
স্মৃতির স্বরলিপির উল্কি আঁকা ঐ দিগন্ত পাড়ে
ঐ তো সেদিন।


১৪২৪/ চৈত্র/বসন্তকাল।