জীবনবোধের আঁধার


____জীবনবোধের আঁধার
অজানা অস্তিত্ত্বে, জীবনবোধের আঁধার
যেন কৃঞ্চ কালো আন্ধার চোখ দেখে না কিছুই
শুধু অনুভবে অস্তিত্ব জানান দেয়।
মন সোজাগ রয়
আকাশে মেঘ চাতালের মতো
চারিদক তার সরব দেখভাল; যেন জাদুকরের
বিষ্ময়ের আয়নায় দেখা যায় সব কিছু
যতই ডুবে থাক আঁধারে পৃথিবী।


______উর্মি
আলো ফোটার আগে জেগে রয় কতই না বিষ্ময়?
দিনে রাতের এই যে দেখা আর না দেখার অস্তিত্ত্বে
মিশে রয় মনের স্বপ্নবোনা উর্মি।
খাদের ফাটলে যে ক্যকটাস সনাতন আভরণে
বেড়ে উঠা ছোট্ট ফুল লকলকে ডগার মুখে ধরে।
কোন বীজে এমন অস্তিত্বের গহন?
আলো আঁধারিতে মর্ম খুঁজে ফিরে কালে কালে।
মন সে তো বাসনার আঁধার; রাতের নৈশব্দে
জোনাক রুপে অনবদ্য উর্মির জেগে থাকা।


____অবচেতন মন
বিরামহীন মনের অস্তিত্ব
জেগে রয় কত কত কাল ধরে?
প্রাণের নিঃ শ্বাস যত টুকু কালে রয়;
ততো ক্ষণ কালে তার সচলতা?
না কি বিনাশ ঘটে?
না কি রুপ বদলে বার বার ফিরে আসে?
দিনে রাতের এই বোধের আঁধারে।
জানা নেই, কাব্য খোরায় মনের মর্মমূলে
সব সজ্জা জীবন বোধে; প্রাণ আছে তাই
না হলে নিঃশ্বার, অপরাহ্নের মিশেল
মনের আঁধার সুখ দুঃখ জীবন প্রাপ্তির
সনাতন নগদ ভান্ডার, বিস্ময় নয় কি?
অবচেতন মন।


১৪২৪/১৬,কার্তিক/হেমন্তকাল।