--পারিজাত স্বপ্নের ভাঁজে ভাঁজে


আহত ডানা ভাঙা কইতর
বসার জন্য আর ঘরের চাল পায় না, উচুঁ দালানে
পা দিতেই এদিক ওদিক হেলেদুলে
ভারসাম্য যেই হারিয়ে ফেলেছে!
সোজা পিচঢালা পথে আহত যন্ত্রণায় তোড়পায়
খানিক বাদে মৃত্যু;
তার বাদে ডাষ্টবিনে, গলিত গন্ধ ছুটে
জীবন ফুরিয়ে যায় এমনই নিমিত্তে।


উড়বার বাসনায় সবকটা পালকে লেছেছিল রং
পত পত শুভ্রু চেতনার স্ফুলিঙ্গ!
নীল আকাশ জুড়ে
খেলতো খেলা কাঞ্চনজঙ্ঘার রসলীলায়
সবে স্বপ্নকে ছুঁয়েছিল বলে
সে কি তৃঞ্চা আহল্লাদ? আসবে ফিরে ঘরে
প্রেম বিরহ চিরধরা ঘ্রাণে, ঘুরিয়ে নাক
খুনসুঁটিতে মত্ততার আভরণে
পারিজাত স্বপ্নের ভাঁজে ভাঁজে
সে কি চেতনা উল্লাস বার বার বারংবার?
ফিরে আসে মৃত্যুর আলখেল্লায়।


১৪২৫/ শ্রাবণ/ বর্ষাকাল।