নগর সভ্যতার দান


একদা কবিতায় রং চড়িয়ে
বিশ্বময় শহরগুলো ছড়িয়ে ছিটিয়ে
রইল বেঁচে রং লাগিয়ে জীবন ভর!
কালের মাঝে হারিয়ে গেল
কত কত নগর জনপদ?
আমতলা, বটতলা,
বাঁশঝাড়ে গড়িয়ে মেঠপথ; নগর সভ্যতায়
বাঁধে ইটসুরকির জমাট বাঁধন।


সেই বাঁধনে চকচকে জৌলুস মাখা
সভ্যতার আলখেল্লা উড়ে
স্বর্ণ যুগ এসেছে বলে; সবারই সে কি আত্মদান
আত্মহনন যুগে যুগে স্বপ্ন এবার পূরণ হবে!
পূরণ হবে স্বর্ণচূরায় উঠবার বাসনা,
সে কি, নগর সভ্যতার দান!


১৪২৪/১১, আশ্বিন/শরৎকাল।