বুনো মেঘ মোল্লার দল


কই আকাশ তো পারে না?
কোন কথা বলতে?
ইশারা তার সম্বল আজীবনের
বাতাস আলো তার খেলায় মাতে
বুনো মেঘ মোল্লার দল।
ছায়া ফেলে ঐ সন্ধ্যাবতীর পাড়ে
বাতাস ঢেউয়ে জলছবি দোল খায়
বার বার মাছরাঙার ধিয়ান ভাঙ্গে
সন্ধ্যাবতীর জলছবি বিলাপ তা থৈ; তা থৈ
বিরহ যাতনায় নিত্য পুড়ে।


আকাশ কি বুঝে?
বসন্ত রাঙা পলাশ বেদন; আঁচল ভরা গন্ধ ছিল
এখন শুধু হাঁপর টানা কাল।
সেথায় যে তার রিক্তের বেদন; খসে পরা পালক
আধো বলে ছুঁয়েছে তায়।


১৪২৪/ ১৩ চৈত্র/বসন্তকাল।