পথিক মুক্তি চেয়েছে


পথিক মুক্তি চেয়েছে
তার পথে; পথের বাঁকে ঐ চেনা ধুলোর বালুয়ারি
আজ প্রসব করেছে একটা পৃথিবী!


পৃথিবীর মধ্যে পৃথিবী জন্ম হয় নিত্য
কবিতারা আজ গিলছে লোভ লালসা যত গো গ্রাসে
গিলে জমা করে কালের গহব্বরে;
তবুও হত্যা লুন্ঠুন মৃত্যুর আত্মনার্ত
পৃথিবীর মৃত্তিকায়; আকাশ দ্যাখো কি নির্লজ‌?
অভিমানে মেঘ উড়ে যায়
বিদ্রুপের ভয়ে পালিয়ে বেড়ায়
সেও তো দ্যাখে অবোধের মতো
সে কি যে মৃত‌্যু যন্ত্রণা?


এমনি দ্রোহ বিদ্রোহে পথিকের পা
যেন কাদা জলের পাঁকে পড়েছে আটকা
আর পা চলে না; বৃষ্টি ফোটার অপেক্ষা
তন্দুরী মেঘের ফাকে ঐ নীল আকাশ
সদা পথিকে প্রশ্নবানে যাচে
কোথায় প্রেম? কোথায় সুখ, বিরহ, দুঃখ, গীত?
পথিক শুধু কথা চর্বণে যাবর কাটে
বিষম খেয়ে শুন্যে মুখ লুকায়;
এ কেমন মুক্তি তোমার? খুঁজে ফেরা অপরাহ্ণে


১৪২৪/ চৈত্র/বসন্তকাল।