___বাতাস বয় জলের কার্নিশে থিক থিকে ঢেউয়ের নাচন


মাঘের সিক্ততা
বিলাসী হাওয়ায় শীতল পরশ,
খেপা বায়ু চঞ্চল বেশুমার উন্মনা।
সর্ষে ক্ষেত হলুদ আঁচল জুড়ে
গহল লাগা মৌ মৌ চঞ্চল মেলা।
মধু সম্ভারে আড়ম্বর
ডানা ঝাপটায় কুয়াশা; পেঁচার শুনশান আওয়াজ
ডোবার কাদা জলে।
মাছ ধেয়ানে কানিবক ডোবার লালচে আধেক জল
কচুরি পানার ঝাড়ে
ডাহুক ডাহুকী শিশির ফোটায় ভিজে।


হেমন্তের বেলা শেষ তবুও
বানের জলের চিহ্ন আঁকা পলি কাদায়,
বালি হাঁসের পালক ঝরে।
খাল, পুকুর, বিলের তলানি জল ছুঁয়ে উড়ে যায় গাংচিল
বাতাস বয় জলের কার্নিশে থিক থিকে ঢেউয়ের নাচন
কুয়াশায় বিলি কেটে যায়।


সন্ধ্যাবতি আমার এমনি খণ্ডিত প্রলাপ দহনে
সাঁঝ গড়িয়ে রাত্রি; প্রভাতে
মাঘের ওম ছেড়ে আড়মোড়ায় জেগে উঠে
বুলবুলির ঠোঁটে খেজুরের রসের সিক্ততা।


আজ ১৯ মাঘ ১৪২৯