_______আবির আঁকা জল শ্রাবণ


সময়ের আকাল,
আমার তোমার রং মিছিলে
নিত্য স্বপ্ন বুনে;
আবির আঁকা জল শ্রাবণ
কত কত বিন্দু বিন্দু ভালোবাাসার ফোটা?


কোন এক শ্রাবণে
পদ্মদিঘীর জলে বৃস্টির সারি সারি বারিধারা
বাদলে হাসের ছানার থৈই  থৈই
জল কেলিতে মাতে।


তুমিও কিঞ্চিত ভিজে ছিলে;
সিক্ততার সে কি লাবণ্য তোমার মুখ, শরীর জুড়ে?


ছেঁড়া পদ্ম হাতে বাড়ী ফিরলে সাঁঝ লালিমায়
শত বুকুনিতেও সেই তোমার
প্রভাত ফেরীর ঘোরে রং মিছিলের
ঘুমের আবির নামে চোখে।


লাউয়ের ডগায় সাদা ফুল
কুমড়া ডগায় হলুদ ফুল
চাল কুমড়া চালে চুন গায়ে মেখে
রৌদ্র মেলায় হাসে চক চক করে
আমার তোমার সেই রং মিছিল।


আজ ২৪ শ্রাবণ ১৪৩০