_______আজি শ্রাবণ মোহ বাদলে


মেঘের চাতালে মেঘ ঐ দিগন্ত পাড়ে
কত বর্ণ স্বর্ণ শিখায়?
মেঘের পাহাড় সাজে
আজি শ্রাবণ মোহ বাদলে।


মন খারাপের দিনে
শ্রাবণ কেঁদে কয়; বৃষ্টি তোমায় দিব না গো
বায়ু রথে খিলখিলিয়ে রয়।
বায়ু সনে খেলায় মত্ত
এদিক ওদিক ছুটে; একূল থেকে ও কূলে ঐ দিগন্তে
মেঘমল্লার গুণগুনিয়ে ভাসান জল বাঁধে
আজি শ্রাবণ মোহ বাদলে।


খেয়া ঘাটে খেয়া মাঝি
নদীর ঢেউয়ে নাও; বাদাম তুলে যায় ছুটে
কোন সে বধুয়ার গাও।


আজি শ্রাবণ মোহ বাদলে
বর্ষায় শরীর তার ভিজে ভিজে একাকার
নন্দন মোহ সীৎকারে প্রাণজ্জ্বল
আজি শ্রাবণ মোহ বাদলে।


আজ ১৭ শ্রাবণ ১৪৩০